ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

সোনাগাজীর সেই মাদ্রাসার গভর্নিং বডির নির্বাচন সোমবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৯
সোনাগাজীর সেই মাদ্রাসার গভর্নিং বডির নির্বাচন সোমবার সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, ইনসেটে নুসরাত। ছবি: বাংলানিউজ

ফেনী: মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার ঘটনায় আলোচিত সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির নির্বাচন অনুষ্ঠিত হবে সোমবার (৩০ সেপ্টেম্বর)। নির্বাচনে অভিভাবক সদস্য পদে নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, এর মধ্যে নির্বাচিত হবেন তিনজন। 

শান্তিপূর্ণ নির্বাচনের সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচনের প্রিসাইডিং অফিসার সোনাগাজীর সহকারী কমিশনার (ভূমি) নাসরিন আক্তার।

নির্বাচনের প্রার্থীরা হলেন মো. ইসমাইল, আবুল খায়ের, নিজাম উদ্দিন, ছালেহ আহমদ, দীন মোহাম্মদ, আলা উদ্দিন, মো. ইব্রাহীম, হাফেজ আবদুল আজিজ ও মো. আবদুল্লাহ।

 

নির্বাচনে প্রতীক বরাদ্দের পর প্রচারণা তুঙ্গে উঠেছে। প্রার্থীরা ব্যানার-পোস্টার দিয়ে সাজিয়েছেন পুরো এলাকা। নির্বাচনকে ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যেও সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

চলতি বছরের ২৭ মার্চ এই মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলা আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে শ্লীলতাহানি করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় নুসরাতের মা শিরিন আক্তার বাদী হয়ে মামলা দায়ের করেন। পুলিশ অধ্যক্ষকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। ওই মামলা তুলে নিতে অধ্যক্ষের অনুসারীরা নুসরাত ও তার পরিবারকে চাপ দিতে থাকে।

গত ৬ এপ্রিল আলিম পরীক্ষার প্রথম দিন নুসরাতকে পরীক্ষার হল থেকে ডেকে পাশের ভবনের ছাদে নিয়ে যায় অধ্যক্ষের অনুসারীরা। তাকে মামলা তুলে নিতে সাদা কাগজে সই দিতে জোর করে তারা। নুসরাত এতে রাজি না হওয়ায় তার হাত-পা বেঁধে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতিরা।  

গত ১০ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান নুসরাত। এ ঘটনায় তার বড় ভাই মাহমুদুল হাসান নোমান বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে, পিবিআইয়ের পরিদর্শক শাহ আলম ১৬ জনকে অভিযুক্ত করে চার্জশিট দেন। ১২ আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ৯২ জন সাক্ষীর মধ্যে ৮৭ জনের সাক্ষ্য ও বাদী-আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হয়েছে।

নুসরাত হত্যাকাণ্ডের পর ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় গত ১৮ এপ্রিল মাদ্রাসার গভর্নিং বডির তৎকালীন কমিটি বাতিল করে দেয়। গত ২৪ এপ্রিল অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন চৌধুরীকে সভাপতি করে পাঁচ সদস্য বিশিষ্ট ছয় মাস মেয়াদী গভর্নিং বডির কমিটি গঠন করা হয়। ২৩ অক্টোবর বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। বিধি মোতাবেক, এর এক মাস আগেই গভর্নিং বডির নতুন কমিটি গঠন করতে হবে।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৯
এসএইচডি/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।