রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, এদিন দুপুরে দৌলতপুর-কাতলামারী সড়কে ওই দুর্ঘটনা ঘটে।
লিজা উপজেলার আড়িয়া ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের নিজামুল হকের মেয়ে ও ভেড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
দৌলতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব আহম্মেদ বাংলানিউজকে জানান, দুপুরে বড়গাংদিয়া এলাকায় অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয় লিজা। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়। তবে এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করা হয়নি।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৯
এসআরএস