তেমনি রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেলে বৃষ্টিতে ডুবে গেছে ভোগড়া ও সাইনবোর্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কিছু অংশ। এতে যানজট ও সড়কে পানি থাকায় ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী-পথচারী।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কিছু অংশ বৃষ্টির পানিতে ডুবে গেছে। এতে ভোগড়া বাইপাস থেকে গাজীপুরা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে।
এদিকে সাইনবোর্ড এলাকায় ঢাকাগামী লেনেও পানি জমে মহাসড়কটি ডুবে সাইনবোর্ড থেকে সালনা পর্যন্ত ওই লেনে যানজটের সৃষ্টি হয়েছে। এতে সড়কটিতে প্রায় ৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়ে পথচারী ও এলাকাবাসী পড়েছেন চরম ভোগান্তিতে। পানি ঢুকে মাঝে মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে বিভিন্ন যানবাহন। মহাসড়কের ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকায় পানি সরতে পারছে না। ফলে মহাসড়কটিতে জমে গেছে হাঁটু পানির বেশি।
এদিকে বৃষ্টিতে সড়কে পানি জমে যাওয়ায় গার্মেন্টস ছুটির পর শ্রমিকরা ভোগান্তির শিকার হন। কেউ কেউ পরনের কাপড় উঁচু করে, কেউ আবার কাপড় ভিজিয়ে ভোগান্তি নিয়ে বাড়ি ফিরেছেন।
ভোগড়া এলাকার বাসিন্দা আশিকুর রহমান জানান, বৃষ্টি হলেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক হয়ে যায় মহাসাগর। আর ভোগান্তি সব সাধারণ মানুষের জন্য। গাজীপুর সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এর কোনো প্রতিকার করছে না। ড্রেনেজ ব্যবস্থা ভালো থাকলে এমন ভোগান্তি হতো না। বৃষ্টির পানির পাশাপাশি মহাসড়কে ছড়িয়ে পড়ে কল-কারখানা ও বাসাবাড়ির দূষিত পানিও।
বাস চালক এমদাদ হোসেন জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উন্নয়ন কাজ চলমান রয়েছে। আর এ সড়কে হাঁটুর বেশি পানি জমে গেছে। ভাঙ্গা সড়কে পানির মধ্যে গাড়ি চালানো ঝুঁকিপূর্ণ। যেকোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে তাই ধীরগতিতে গাড়ি চালাতে হচ্ছে। ড্রেন দিয়ে পানি যেতে না পারায় এ সমস্যা হচ্ছে। পানির কারণে মনে হচ্ছে গাড়ি না, মহাসড়কে লঞ্চ চালাচ্ছি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ট্রাফিক উত্তর) নজরুল ইসলাম জানান, বৃষ্টিতে ভোগড়া ও সাইনবোর্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে হাঁটু পানির বেশি পানি জমে গেছে। ফলে মহাসড়কে থাকা ৮/১০টি প্রাইভেটকার বিকল হয়ে গেছে। এছাড়া যানবাহন চলাচলে ধীরগতি হওয়ায় প্রায় পাঁচ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকায় সাধারণ মানুষের এমন ভোগান্তি হচ্ছে। তবে পুলিশ ভোগান্তি উপেক্ষা করে যানজট নিয়ন্ত্রণে কাজ করছে।
বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৯
আরএস/জেডএস