ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

লোকমান-শফিকুলের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৯
লোকমান-শফিকুলের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ মো. লোকমান হোসেন ভূঁইয়া ও শফিকুল আলম ফিরোজ

ঢাকা: মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিরেক্টর ইনচার্জ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক (বিসিবি) মো. লোকমান হোসেন ভূঁইয়া এবং কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি শফিকুল আলম ফিরোজের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (২৯ সেপ্টেম্বর) রাতে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান আবু হেনা মোহাম্মদ রাজি হাসান।

বিএফআইইউ থেকে ব্যাংকগুলোর কাছে পাঠানো পৃথক দুটি চিঠিতে বলা হয়েছে, লোকমান হোসেন ভূঁইয়া ও শফিকুল আলম ফিরোজের নামে কোনো হিসাব অতীতে বা বর্তমানে পরিচালিত হয়ে থাকলে তার যাবতীয় তথ্য (হিসাব খোলার আবেদন ফর্ম, গ্রাহক সর্ম্পকিত তথ্য (কেওয়াইসি), প্রোফাইল থেকে শুরু করে লেনদেনের হালনাগাদ বিবরণী) জরুরি ভিত্তিতে আগামী পাঁচ দিনের মধ্যে বিএফআইইউকে জানাতে হবে।

উল্লেখিত ব্যক্তিদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাংক হিসাবগুলো রোববার থেকে ৩০ দিনের জন্য স্থগিত (ফ্রিজ) থাকবে।

গত বুধবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে লোকমানকে তার মণিপুরী পাড়ার বাসা থেকে আটক করে র‍্যাব-২। আটকের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য র‍্যাব-২-এর কার্যালয়ে নেওয়া হয়। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে তাকে তেজগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করে র‌্যাব। এরপর আদালতে হাজির করা হলে লোকমান হোসেন ভূঁইয়ার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

অন্যদিকে শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কলাবাগান ক্রীড়াচক্রে অভিযান চালিয়ে ইয়াবা ও অস্ত্রসহ শফিকুল আলম ফিরোজকে আটক করে র‌্যাব। পরে তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে ধানমন্ডি থানায় দুটি মামলা দায়ের করা হয়। আদালতে হাজির করলে তারও রিমান্ড মঞ্জুর হয়।  

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৯/আপডেট: ২১৪৫ ঘণ্টা
এসই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।