ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

শেরপুরে ১০ টাকা কেজি দরের ৫৫ বস্তা চাল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৯
শেরপুরে ১০ টাকা কেজি দরের ৫৫ বস্তা চাল জব্দ

শেরপুর: শেরপুরের ঝিনাইগাতীতে পাচারকালে হতদরিদ্রদের জন্য ১০ টাকা কেজি দরের ৫৫ বস্তা চাল জব্দ করা হয়েছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া বাজারে স্থানীয় জনতা চালের বস্তাগুলো জব্দ করে। তবে এ ঘটনায় সন্ধ্যা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

 

স্থানীয়দের অভিযোগ, কাংশা ইউনিয়নে ডিলার আলম মিয়া সব কার্ডধারীদের মধ্যে চাল বিতরণ না করে নানা অজুহাতে দীর্ঘদিন ধরে চাল কালোবাজারে বিক্রি করেন। রোববার বিকেলে ৫৫ বস্তা চাল পাচারকালে স্থানীয়রা তা জব্দ করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদ ঘটনাস্থল পরিদর্শনে যান। তখন তিনি জব্দকৃত চাল স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম মিস্টারের জিম্মায় রাখার নির্দেশ দেন। সেইসঙ্গে বিষয়টি তদন্তের জন্য উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, কাংশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম, ডিলার আলম মিয়াসহ ওই ইউনিয়নের সব সদস্যদের জরুরি তলব করেন।  

তবে ডিলার আলম দাবি করেন, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চাল বিতরণের সময় রয়েছে। বাদ পড়া কার্ডধারীদের মধ্যে ওই সব চাল বিতরণ করা হবে।  

ঝিনাইগাতী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদ বাংলানিউজকে বলেন, বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।