সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে র্যাবের একটি ইউনিটের সদস্যরা ফ্লাইট ছাড়ার আগ মুহূর্তে তাকে আটক করে নিয়ে আসেন।
র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।
সূত্রে জানা গেছে, আটক সেলিম অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত। তিনি অনলাইন ক্যাসিনোর অর্জিত আয় বিদেশে পাচার করে আসছিলেন- এমন অভিযোগে জিজ্ঞাসাদের জন্য তাকে আটক করা হয়েছে।
বিমানবন্দর সূত্র জানায়, থাই এয়ারওয়েজের ‘টিজি-৩২২’ ফ্লাইটটি ঢাকা থেকে ১টা ৩৫ মিনিটে ব্যাংককের উদ্দেশে উড্ডয়ন করার কথা ছিল। কিন্তু র্যাবের অভিযানের কারণে ফ্লাইটটি প্রায় দেড় ঘণ্টা দেরিতে ঢাকা ছেড়ে যায়।
বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৯
পিএম/টিএ