সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবউল হোসেন বাংলানিউজকে বলেন, আমাদের কাছে খবর ছিল, চাঁদপুরের উত্তর মতলব থানায় একটি হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত এক জেল পলাতক আসামি নারায়ণগঞ্জ থেকে ট্রেনে করে কমলাপুর রেলস্টেশনে আসছে।
তিনি আরও বলেন, মোখলেসুর চাঁদপুর জেলা কারাগারে থাকা অবস্থায় পালিয়ে গিয়ে ছিলেন। তিনি হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামি।
এ ব্যাপারে চাঁদপুর জেলা কারাগারের জেলার আবু মুসার সঙ্গে যোগাযোগ করা হলে ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বাংলানিউজকে জানান, গত ২৮ সেপ্টেম্বর কারাগারের দেয়াল টপকে মোখলেসুর পালিয়ে যান। তিনি তার দাদিকে গলাকেটে হত্যা করেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ওই মামলায় তিনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি।
বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৯
এজেডএস/আরবি/