সোমবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে বেসরকারি সংস্থা ‘বেটার বাংলাদেশ ফাউন্ডেশন’ (বিএফএফ) আয়োজিত ‘জাতীয় ব্র্যান্ডিং-এর গুরুত্ব’ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী।
প্রধান অতিথির বক্তব্যে এম এ মান্নান বলেন, বিগত প্রায় দশ বছরে বাংলাদেশ অনেক উন্নতি করেছে।
বাংলাদেশের অর্জিত সফলতা ধরে রাখার তাগিদ দিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, বয়স্ক হিসেবে বলি, সফলতা অর্জনের চেয়ে কঠিন তা ধরে রাখা। যদি আমরা আবারও আত্মঘাতী না হই, ইতিহাস নিয়ে অহেতুক বিতর্কে জড়িয়ে না পড়ি, নিজেদের মধ্যে বিভেদ না করি তাহলে আমাদের সামনে শুধুই উন্নতি আর উন্নতি। আমাদেরকে পেছনে নেবার মত কিছু নেই। কারণ মিয়ানমার আর রোহিঙ্গা সমস্যা ছাড়া আমাদের আশেপাশে আর কোনো সমস্যা নেই।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, বাংলাদেশ তৈরি পোশাক খাতে বিশ্বে দ্বিতীয়। সামরিক খাতে ১১ ধাপ উন্নতি করেছে। এছাড়াও ওষুধ, প্লাস্টিক, শিপিং, আইসিটিসহ বিভিন্ন খাতে আমাদের উন্নতি হচ্ছে। এর মাধ্যমে বৈশ্বিকভাবে আমাদের পরিচিতি তৈরি হচ্ছে।
অনুষ্ঠানের অন্যতম অতিথি ঢাকায় নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত চ্যাটার্টান ডিকসনও বাংলাদেশের বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন, কিন্তু এর ব্র্যান্ডিং-এর বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরে বলেন, এ দেশের অনেক ভালো কিছু আছে, তবে বিশ্ব দরবারে সে সবের ব্র্যান্ডিং-এর ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আছে। আমি ব্রিটিশ রাষ্ট্রদূত হিসেবে যখন ব্রিটেনের ব্যবসায়ীদের বাংলাদেশের কথা বলি তখন তাদের থেকে শুনতে হয়, ‘ইজ অব ডুইং বিজনেস’-এ (ব্যবসা অনুকূল পরিবেশ) বাংলাদেশের অবস্থান ১৭৬, দুর্নীতিতে ১৮০টি দেশের মধ্যে ১৪৯। এ বাস্তবতায় বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করা সত্যিই খুব কঠিন। এ পরিস্থিতি কাটাতে আমরা সবসময় বাংলাদেশের পাশে থেকে কাজ করতে চাই।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা ডি অলিভেইরা, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম, চিত্রনায়ক ফেরদৌস প্রমুখ। সেমিনারের সভাপতিত্ব করেন বিএফএফ সভাপতি মাসুদ এ খান।
বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৯
এসএইচএস/এইচজে