ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

প্রকাশ্য রাজনীতি থেকে সরে যাওয়া দলগুলোই সন্ত্রাস করে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৪ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৯
প্রকাশ্য রাজনীতি থেকে সরে যাওয়া দলগুলোই সন্ত্রাস করে বক্তব্য রাখছেন ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। ছবি: বাংলানিউজ

ফরিদপুর: প্রকাশ্য রাজনীতি থেকে সরে আন্ডারগ্রাউন্ডে চলে যাওয়া দলগুলোই সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়। আর এ থেকেই নাশকতার সূত্রপাত ঘটে। তাই এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বাদ দিয়ে সুস্থ রাজনীতিতে ফিরে এসে দেশের উন্নয়নে সামিল না হলে জনগণের সমর্থন হারাতে হবে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল হলে দুর্গাপূজা উপলক্ষে অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এ কথা বলেন।  

তিনি আরও বলেন, বাংলাদেশে সুপ্রাচীন কাল থেকে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে আসছে।

বাংলাদেশের সংবিধানে সংখ্যালঘু বলে কোনো শব্দ নাই। তাই আমরা সবাই বাংলাদেশের সুনাগরিক।  

খন্দকার মোশাররফ হোসেন বলেন, নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। নিষ্ঠার সঙ্গে সুস্থ মনে পূজা উদযাপনের জন্য হিন্দু সম্প্রদায়ের লোকদের প্রতি আহ্বান জানান তিনি।  

অনুষ্ঠানে ফরিদপুর সদর উপজেলার ১৯৬টি পূজা মণ্ডপের পূজারির হাতে মোট ৯৮ মেট্রিক টন চাল এর ডিও তুলে দেন সংসদ সদস্য।  

ফরিদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মাসুম রেজার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।  

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, পুলিশ সুপার মো. আলীমুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহতাব আলী মেথু, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ইমতিয়াজ হাসান রুবেল, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক মোল্লা, জেলা যুবলীগের আহবায়ক এ এইচ এম ফোয়াদ প্রমুখ।  

এর পরে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন জেলা পরিষদের হল রুমে ফরিদপুর জেলা আওয়ামী লীগের এক বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।