সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে ডুবোচরে আটকে পড়লেও রাত সোয়া ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেরিটি উদ্ধার করা সম্ভব হয়নি। ফেরিতে পণ্যবাহী ট্রাকসহ ছোট-বড় বেশ কিছু যাত্রীবাহী পরিবহন রয়েছে।
বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী ঘাট সূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্র জানায়, বিকেল ৩টার দিকে পরিবহন নিয়ে কাঁঠালবাড়ী ঘাট ছেড়ে যায় শাহ পরান নামের রো রো ফেরিটি। ৪ নম্বর ফেরিঘাট পেরিয়ে কিছু দূরে গিয়ে ডুবোচরে আটকে পরে ফেরিটি। আটকে পরার কিছু সময়ের মধ্যেই উদ্ধারকারী আইটি জাহাজ আইটি -৯৪ ও ৯৭ উদ্ধার কাজে অংশ নেয়।
কাঁঠালবাড়ী ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক মো. জসিম জানান, ফেরিটি ঘাট ছেড়ে যাওয়ার দশ মিনিটের মধ্যে ডুবোচরে আটকে পড়ে। এখনো উদ্ধার কাজ চলছে। ফেরিটিতে পণ্যবাহী ও যাত্রীবাহী পরিবহন রয়েছে।
বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৯
আরএ