ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করায় দুই বখাটের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩২ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৯
স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করায় দুই বখাটের কারাদণ্ড

বরিশাল: বরিশালের আগৈলঝাড়া উপজেলায় স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করায় দুই বখাটেকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করার সময় স্থানীয়রা ওই দুই বখাটেকে আটক করে পুলিশে দেয়।

দণ্ডপ্রাপ্তরা হলো- গৌরনদী উপজেলার নন্দনপট্রি গ্রামের হাবিবুর হাওলাদারের ছেলে হাফিজুল ও রফিক ফকিরের ছেলে রাজিব ফকির।



পুলিশ জানায়, আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের স্কুলে আসা-যাওয়ার উত্ত্যক্ত করার সময় বখাটে হাফিজুল ও রাজিবকে আটক করে স্থানীয়রা। খবর পেয়ে দুই বখাটেকে ঘটনাস্থল থেকে আটক করে আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) নাসির উদ্দিন। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল চন্দ্র দাস দুই বখাটেকে এক মাস করে কারাদণ্ড দেন।

আগৈলঝাড়া থানার এসআই নাসির উদ্দিন বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলা‌দেশ সময়:  ২০৩২ ঘণ্টা, সে‌প্টেম্বর ৩০, ২০১৯
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।