ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে কলেজছাত্র নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৫ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৯
সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে কলেজছাত্র নিহত দুর্ঘটনা কবলিত সিএনজিচালিত অটোরিকশা । ছবি: বাংলানিউজ

সিলেট: সিলেটে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে সোহান আহম (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

সোমবার (৩০ সেপ্টম্বর) সন্ধ্যায় সিলেট-সুনামগঞ্জ সড়কের তেমুখী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সোহান সিলেট সদর উপজেলার কুমারগাঁও এলাকার গৌছ মিয়ার ছেলে ও নগরের মদন মোহন কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট শহরে আসার সময় একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান অটোরিকশার যাত্রী সোহান। এ ঘটনায় অটোরিকশার চালক গুরুতর আহত হয়েছেন। তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত সোহানের পরিবার জানায়, নগরের মদীনা মার্কেটে প্রাইভেট পড়া শেষে ওই অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন সোহান। এ সময় সিলেট-সুনামগঞ্জ সড়কের তেমুখী এলাকায় দ্রুতগতির একটি ট্রাক অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে সোহানের মৃত্যু হয়।

এদিকে, দুর্ঘটনার পর স্থানীয় ক্ষুব্ধ জনতা  সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে  বিক্ষোভ করেন।  

সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওকিল উদ্দিন বাংলানিউজকে বলেন, খবর পেয়ে মহানগর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনা কবলিত অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়।  

পরে স্থানীয় ক্ষুব্ধ জনতাকে বুঝিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে বলেও জানান ওসি ওকিল।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর  ৩০, ২০১৯
এনইউ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।