ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

অধ্যক্ষের জাল স্বাক্ষরে টাকা আত্মসাৎ, হিসাব সহকারীর জেল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৪ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৯
অধ্যক্ষের জাল স্বাক্ষরে টাকা আত্মসাৎ, হিসাব সহকারীর জেল

ফরিদপুর: অধ্যক্ষের স্বাক্ষর জাল করে টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় গোপালগঞ্জের সাতপাড় সরকারি নজরুল কলেজের হিসাব সহকারী অমর কৃষ্ণ বালাকে ১৩ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড  দিয়েছেন ফরিদপুরের বিশেষ জজ আদালত।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের বিশেষ জজ আদালত এর বিচারক মো. মতিয়ার রহমান এ রায় ঘোষণা করেন।  

দুর্নীতি দমন কমিশন ফরিদপুরের আইনজীবী শেখ কুবাদ হোসেন জানান, সরকারি নজরুল কলেজের অধ্যক্ষ পূর্ণেন্দু শেখর বর এর স্বাক্ষর জাল করে ওই কলেজের হিসাব সহকারী অমর কৃষ্ণ বালা ৭ লাখ ৮৭ হাজার ৪৭৮ টাকা আত্মসাৎ করেন।

এ ঘটনায় অধ্যক্ষ বাদী হয়ে ২০১২ সালের ৩০ সেপ্টেম্বর গোপালগঞ্জ সদর থানায় মামলা (মামলা নম্বর ৪২ ও দুদকের বিশেষ মামলা নম্বর ০৯/১৬) করেন।  

মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপ সহকারী পরিচালক গাজী মো. শামসুল আরেফীন আদালতে প্রতিবেদন দাখিল করেন।
 
আদালতে সাক্ষ্যপ্রমাণ শেষে পেনাল কোড ১৮৬০ এর ৪০৯ ধারায় আট বছর কারাদণ্ড ও ৭ লাখ ৮৭ হাজার ৪৭৮ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ‘দি প্রিভেনশন অব করাপশন’ এ্যাক্ট ১৯৪৭ এর ৫(২) ধারায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও  ছয় মাসের  কারাদণ্ড দেন আদালত।  

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৯    
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।