সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের বিশেষ জজ আদালত এর বিচারক মো. মতিয়ার রহমান এ রায় ঘোষণা করেন।
দুর্নীতি দমন কমিশন ফরিদপুরের আইনজীবী শেখ কুবাদ হোসেন জানান, সরকারি নজরুল কলেজের অধ্যক্ষ পূর্ণেন্দু শেখর বর এর স্বাক্ষর জাল করে ওই কলেজের হিসাব সহকারী অমর কৃষ্ণ বালা ৭ লাখ ৮৭ হাজার ৪৭৮ টাকা আত্মসাৎ করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপ সহকারী পরিচালক গাজী মো. শামসুল আরেফীন আদালতে প্রতিবেদন দাখিল করেন।
আদালতে সাক্ষ্যপ্রমাণ শেষে পেনাল কোড ১৮৬০ এর ৪০৯ ধারায় আট বছর কারাদণ্ড ও ৭ লাখ ৮৭ হাজার ৪৭৮ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ‘দি প্রিভেনশন অব করাপশন’ এ্যাক্ট ১৯৪৭ এর ৫(২) ধারায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন আদালত।
বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৯
আরএ