সোমবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা নদীবন্দরের যুগ্ম-পরিচালক (বন্দর ও পরিবহন) এ কে এম আরিফ উদ্দিন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুধু ঢাকা নদীবন্দর নয়, বাংলাদেশের সব নদীবন্দরের প্রবেশ ফি ৫ টাকা থেকে বৃদ্ধি করে ১০ টাকা করা হয়েছে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম বাংলানিউজকে জানান, ১০ টাকার মধ্যে ২ টাকা যাত্রীদের কল্যাণে ব্যয় করা হবে।
বিআইডব্লিটিএ অতিরিক্ত শুল্ক হার নির্ধারণ করে জানিয়েছে, প্রতিবার প্রতিজনকে ১০ টাকা ফি দিয়ে কাউন্টারে টিকিট কেটে টার্মিনালে প্রবেশ করতে হবে। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে প্রবেশ ফি পুনর্নির্ধারিত করা হয় বলে জানিয়েছে বিআইডাব্লিউটিএ।
জানা যায়, সর্বশেষ কয়েকটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক থেকেই টার্মিনালের প্রবেশ ফি, কুলি হয়রানি কমানো ও সদরঘাটের সার্বিক পরিস্থিতি উন্নয়ন নিয়ে আলোচনা হয়। এর পরিপ্রেক্ষিতে সর্বশেষ বৈঠকে টিকিটের মূল্য বাড়ানোর সিদ্ধান্ত হয়। যা মঙ্গলবার থেকে কার্যকর হবে।
বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৯
কেডি/এমআইএইচ/জেডএস