ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৯
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

সাতক্ষীরা: সাতক্ষীরায় ঢাকাগামী পরিবহনের ধাক্কায় মিজান চৌধুরী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে শহরতলীর বাঁকাল স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজান সাতক্ষীরা শহ‌রের পলাশপোল এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিজন চৌধুরী সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে শহরের দিকে মহেন্দ্রযোগে যা‌চ্ছি‌লেন। এ সময় ঢাকাগামী এম আর পরিবহনের একটি বাস পেছন দিক থেকে মহেন্দ্রটিকে ধাক্কা দিলে তিনি ছিট‌কে পড়েন। এতে ঘটানস্থলেই তার মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বাংলা‌নিউজ‌কে জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশ ঘাতক পরিবহনটি আটক করেছে।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।