মঙ্গলবার (১ অক্টোবর) সকালে উপজেলার চর ফলকন লুধূয়া মাছঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুরাইয়া বেগম উপজেলার হাজিরহাট ইউনিয়নের চর জাঙ্গালিয়া গ্রামের মো. নিজামের স্ত্রী।
স্থানীয়রা জানান, নদী ভাঙনের মুখে পড়ায় সকালে স্থানীয় বাসিন্দা এনামুল হকের বাগান থেকে শ্রমিকরা সুপারিগাছ কাটছিল। এসময় সুরাইয়া বেগম ওই বাগান সংলগ্ন ঘাটে মাছ কুড়াতে গেলে তার মাথায় সুপারি গাছ পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গাছ পড়ে নারীর মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন স্থানীয় চর ফলকন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাজী হারুনুর রশিদ।
বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৯
এসআর/এসএ