ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

ভুঞাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৯
ভুঞাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

টাঙ্গাইল: টাঙ্গাইলের ভুঞাপুরে যমুনা নদীর ভাঙনের হাত থেকে রক্ষার জন্য বসতবাড়ি সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাল খা (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরও তিনজন।

মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার তারাই গ্রামে এ ঘটনা ঘটে। আহত তিজনের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

মৃত লাল খা উপজেলার অর্জুনা ইউনিয়নের তারাই গ্রামের বাসিন্দা। আহত তিনজন হলেন, একই গ্রামের কালু খার ছেলে সুলতান খা (৩৫), নিশান আলী খানের ছেলে কালু খান ও অজ্ঞাতপরিচয় আরেক ব্যক্তি।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লা বাংলানিউজকে জানান, উপজেলার তারাই গ্রামে হঠাৎ করে যমুনা নদীতে ভাঙন শুরু হয়েছে। এতে যমুনার হাত থেকে বসতঘর রক্ষার জন্য ঘরের চাল সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে লাল খার মৃত্যু হয়ন। এতে আরও তিনজন আহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।