মঙ্গলবার (০১ অক্টোবর) সকাল ১০টায় পানি পরিমাপ করার পর দেখা যায় হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে বিপদসীমা অতিক্রম করেছে।
কুষ্টিয়ার পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্য মতে, কুষ্টিয়ার পদ্মানদীতে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানি প্রবাহের বিপদসীমা ১৪ দশমিক ২৫ সেন্টিমিটার।
গত ২৪ ঘণ্টায় পদ্মার হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানি বেড়েছে ১৬ সেন্টিমিটার।
এদিকে পদ্মার শাখা গড়াই নদীতেও পানি বেড়েছে। তবে, এখনো গড়াই নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গড়াই নদীর পানি প্রবাহের বিপদসীমা ১২ দশমিক ৭৫ সেন্টিমিটার। দুপুর ১২টায় পানি প্রবাহের মাত্রা ছিল ১২ দশমিক ৩৭ সেন্টিমিটার।
পানি বাড়ার কারণে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর, চিলমারির পর ফিলিপনগর ও মরিচা ইউনিয়নের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। পাশাপাশি কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের কোমরকান্দি গ্রামে ভাঙন দেখা দিয়েছে।
গড়াই নদীতে পানি বাড়ার কারণে জিকে ঘাট ছাড়াও বড় বাজার এলাকার বেড়িবাঁধের পাশে বেশ কিছু ঘরবাড়িতে পানি ঢুকে পড়েছে। অনেকে বাড়িঘর ছেড়ে উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন।
কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পীযুষ কৃষ্ণ কুণ্ডু বাংলানিউজকে জানান, এই মুহূর্তে পানি বিপদসীমার দু’সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রতি ঘণ্টায় কখনো ১ সেন্টিমিটার আবার কখনো ২/৩ সেন্টিমিটার করে পানি বাড়ছে। আমরা প্রতিনিয়িত মনিটরিং করছি।
বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৯
এএটি