ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

খুলনায় শীর্ষ সন্ত্রাসী ‘ট্যারা মোস্ত’ গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৯
খুলনায় শীর্ষ সন্ত্রাসী ‘ট্যারা মোস্ত’ গ্রেফতার শেখ গোলাম মোস্তফা ওরফে ট্যারা মোস্ত।

খুলনা: খুলনার আলোচিত শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ শেখ গোলাম মোস্তফা ওরফে ট্যারা মোস্তকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (০১ অক্টোবর) সকালে মহানগরের লবণচরা বান্দাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (চলতি দায়িত্ব) বায়েজীদ আকন বাংলানিউজকে বলেন, লবণচরা মোক্তার হোসেন রোডের মৃত মনির হোসেন চৌধুরীর স্ত্রী স্বপ্না বেগম সোমবার (৩০ সেপ্টেম্বর) ট্যারা মোস্তর বিরুদ্ধে চাঁদাবাজি ও প্রতারণা মামলা করেন।

তার পরিপ্রেক্ষিতে সকালে গোপন সংবাদের ভিত্তিতে লবণচরা বান্দাবাজার এলাকা থেকে ট্যারা মোস্তকে গ্রেফতার করা হয়।

তিনি জানান, ট্যারা মোস্তর বিরুদ্ধে খুলনা সদর থানা, ডুমুরিয়া, বটিয়াঘাটা, লবণচরা, রূপসা থানায় সাতটি হত্যা, চাঁদাবাজি, অপহরণ, সরকারি কাজে বাধা দেওয়া, বিস্ফোরক, হত্যা চেষ্টার অভিযোগ ছাড়াও দ্রুত বিচার আইন এবং বিশেষ ক্ষমতা আইনে মোট ২১টি মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে প্রতারণার অসংখ্য অভিযোগসহ জিডি রয়েছে। ট্যারা মোস্তকে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ওসি বায়েজীদ।

এদিকে, আলোচিত সন্ত্রাসী ট্যারা মোস্ত গ্রেফতার হওয়ায় এলাকার মানুষের মধ্যে স্বস্তি বিরাজ করছে।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৮
এমআরএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।