মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে সেলিমের আটক সহযোগী আক্তারুজ্জামানের দেওয়া তথ্যরে ভিত্তিতে বনানীর ২ নম্বর রোডের ২৬ নম্বর ভবন থেকে এ টাকা জব্দ করে র্যাব। এর আগে সোমবার রাতে (৩০ সেপ্টেম্বর) সেলিমের গুলশানের বাসা থেকে আক্তারুজ্জামানকে আটক করা হয়।
র্যাবের মিডিয়া উইং-এর ডিরেক্টর সারোয়ার বিন কাসেম বাংলানিউজকে এ বিষয়ে নিশ্চিত করেন।
এর আগে সোমবার রাতে সেলিম প্রধানের গুলশানের কার্যালয় থেকে বিপুল পরিমাণ মদ ও দেশি-বিদেশি অর্থ উদ্ধার করা হয়। রাতেই তার গুলশান-২-এর ৯৯ নম্বর সড়কে ১১/এ বাড়িতেও অভিযান শুরু করে র্যাব সদস্যরা।
তারও আগে সোমবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থাই এয়ারওয়েজের ব্যাংককগামী একটি ফ্লাইট থেকে সেলিম প্রধানকে আটক করে র্যাব। গোপন তথ্যের ভিত্তিতে ফ্লাইট ছাড়ার আগ মুহূর্তে তাকে আটক করা হয়। পরবর্তীতে সেলিমের দেওয়া তথ্যের ভিত্তিতে তার কার্যালয়ে অভিযান শুরু করা হয়।
র্যাব জানায়, সেলিম অনলাইন ক্যাসিনোর মূল হোতা। তিনি পি-২৪ নামে একটি অনলাইন ক্যাসিনোর মাধ্যমে অর্জিত আয় বিদেশে পাচার করে।
>>> সেলিমের কার্যালয় থেকে মদ-টাকা উদ্ধার, অভিযান চলছে
>>> ক্যাসিনো ব্যবসায়ী সেলিম ছিলেন তারেক রহমানের ঘনিষ্ঠ!
>>> সেলিমের কার্যালয় থেকে মদ-টাকা উদ্ধার, অভিযান চলছে
>>> অনলাইনে ক্যাসিনো, সেলিম প্রধানের বাড়িতে র্যাবের অভিযান
>>> ক্যাসিনো: প্লেন থেকে যাত্রী নামিয়ে আনলো র্যাব
বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৯
এমএমআই/এইচজে