ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত হবে বুধবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৯
জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত হবে বুধবার

ঢাকা: জাতীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টির মাধ্যমে দেশের শিল্প, কৃষি ও সেবাসহ বিভিন্নখাতে উৎপাদনশীলতা বাড়াতে বুধবার (০২ অক্টোবর) ‘জাতীয় উৎপাদনশীলতা দিবস’ উদযাপন করা হবে। 

মঙ্গলবার (০১ অক্টোবর) শিল্প মন্ত্রণালয়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দিবসটি উদযাপনে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন।

 

এছাড়া দিবসটির গুরুত্ব তুলে ধরে বাংলাদেশ টেলিভিশন প্রামাণ্য অনুষ্ঠান সম্প্রচার করবে। জাতীয় দৈনিকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ হবে। মোবাইল ফোন অপারেটররা এসএমএস, ভয়েস ম্যাসেজ ও রোবকল পাঠিয়ে উৎপাদনশীলতা বিষয়ে জনগণকে সচেতন করবে।  

এছাড়া দেশব্যাপী জেলা ও উপজেলা পর্যায়েও দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হবে।
 
ওইদিন সকাল ১১টায় রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বৈশ্বিক প্রতিযোগিতার উৎপাদনশীলতা’ শীর্ষক এক সেমিনার হবে।  

ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও) আয়োজিত এ সেমিনারে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন প্রধান অতিথি এবং শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

দিবসটি উপলক্ষে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন এনপিও বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে বুধবার সকাল ৮টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন সংলগ্ন সড়ক থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে।  

এর নেতৃত্ব দেবেন শিল্পসচিব মো. আবদুল হালিম। এ বছর জাতীয় উৎপাদনশীলতা দিবসের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে- বৈশ্বিক প্রতিযোগিতার উৎপাদনশীলতা।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৯ 
জিসিজি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।