ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

এলাকার উন্নয়নের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে মাশরাফি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৯
এলাকার উন্নয়নের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে মাশরাফি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে সাক্ষাৎ করতে সচিবালয়ে সংসদ সদস্য (এমপি) মাশরাফি বিন মর্তুজা। ছবি: বাংলানিউজ

ঢাকা: নিজ এলাকার বেশকিছু উন্নয়ন কাজের জন্য সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের কাছে এসেছিলেন সংসদ সদস্য (এমপি) মাশরাফি বিন মর্তুজা।

জাতীয় দলের এ ক্রিকেটার ফায়ার সার্ভিস স্টেশনের উন্নয়ন এবং পুলিশ ফাঁড়ির আবদার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে।

মঙ্গলবার (০১ অক্টোবর) দুপুর ১২টার দিকে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন বলে জানান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু।

তিনি বাংলানিউজকে বলেন, তার এলাকায় একটি ফায়ার স্টেশন আছে যেটি তৃতীয় শ্রেণির, এটিতে নতুন একটি ফায়ার সার্ভিসের গাড়িসহ সেটিকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীতকরণ এবং এলাকার পুলিশ ফাঁড়িটার সংস্কার করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন। এ সময়  এলাকার উন্নয়নসহ বেশকিছু বিষয়ে কথা বলেছেন এমপি মাশরাফি।

মাশরাফি বিন মর্তুজা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন।  

জাতীয় দলের এ ক্রিকেটার শুধু নড়াইল নয়, গোটা বাংলাদেশের তরুণদের আইকন।  

জাতীয় দলের এ ক্রিকেটার খেলায় মনোযোগীর পাশাপাশি নিজ এলাকার উন্নয়নেও সমান আন্তরিক।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৯
এমআইএইচ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।