মঙ্গলবার (০১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে বৃষ্টি থামার ঘণ্টা পরেও এই সড়েকে এমন চিত্র দেখা যায়।
এসময় প্রেসক্লাবের কদম ফোয়ারা মোড় থেকে শুরু করে মৎস ভবন পর্যন্ত জলাবদ্ধতায় পূর্ণ ছিল।
হাইকোর্টের সামনের রিকশা চালক লোকমানের সঙ্গে কথা বললে তিনি বাংলানিউজকে বলেন, শাহবাগ যাওয়ার জন্য একজন যাত্রী উঠিয়েছিলাম। জ্যাম দেখে যাত্রী নেমে হেঁটে চলে গেছেন। এখন আমি সামনেও যেতে পারছি না, পেছনেও না। দীর্ঘ সময় ধরে যানজটের কারণে অনেককে বাস থেকেও নেমে পায়ে হেঁটে গন্তব্যের দিকে রওনা হতে দেখা যায়। মতিঝিলের উদ্দেশে রওনা হওয়া রফিক নামে এক পথচারী বাংলানিউজকে বলেন, বাস থেকে নেমে হেঁটে যাচ্ছি। কতক্ষণ আর বাসে বসে থাকা যায়। যাওয়ার তাড়া রয়েছে। তাই উপায় না দেখে পায়ে হেঁটেই যাচ্ছি।
মতিঝিল থেকে সাভারগামী ওয়েলকাম পরিবহনের হেলপার হাসমত আলী বাংলানিউজকে বলেন, প্রায় ঘণ্টা দেড়েক হলো জ্যামে আটকে আছি। এই জ্যাম যে কখন ছুটবে, তার কোনো গ্যারান্টি নেই। বাসের সব যাত্রী নেমে গেছে, গাড়ি এখন খালি।
শুধু হাইকোর্ট সড়ক নয়, শাহবাগ থেকে ফার্মগেট এবং অ্যালিফ্যান্ট রোডের দিকে যাওয়ার সড়কেও এসময় যানবাহনগুলোকে থমকে থাকতে দেখা যায়।
বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৯
আরকেআর/টিএ