লঞ্চ চলাচল বন্ধ। ছবি: বাংলানিউজ
মানিকগঞ্জ: পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।
মঙ্গলবার (১ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিএ আরিচা ঘাট শাখার সহকারী পরিচালক (ট্রাফিক) ফরিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে দৌলতদিয়া পয়েন্টে ঘূর্ণিপাকের সৃষ্টি হচ্ছে যার কারণে লঞ্চের মাস্টাররা তীরে আসতে সাহস পাচ্ছে না।
সে কারণে সাময়িকভাবে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। লঞ্চের সব যাত্রীদের ফেরিতে পারাপারের পরামর্শ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৯
আরএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।