মঙ্গলবার (১ অক্টোবর) নগরের মিরাবাজার মেসার্স বিরতি পেট্রোল পাম্প থেকে এই কার্যক্রমের উদ্বোধন করে সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ।
পূর্ব ঘোষণা অনুযায়ী সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) মো. শফিকুল ইসলাম ব্যতিক্রমী এই কার্যক্রমের উদ্বোধন করেন।
উদ্বোধনকালে তিনি বলেন, প্রায় প্রতিদিনই মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। বেপরোয়াভাবে মোটরসাইকেল চালানোয় মৃত্যুর সংখ্যা বাড়ছে। তাই বেপরোয়া মোটরসাইকেল ও হেলমেটবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে বেশ কিছুদিন থেকেই অভিযান চলছে। বর্তমানে কেউ যাতে কোনো অবস্থায় হেলমেট ছাড়া মোটরসাইকেল চালাতে না পারে, সেজন্য ‘নো হেলমেট, নো পেট্রোল’ উদ্যোগ নেওয়া হয়েছে।
উদ্বোধনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. ফয়সাল মাহমুদ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) নিকুলিন চাকমা, সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জুবায়ের আহমদসহ নেতারা।
বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘন্টা, অক্টোবর ০১, ২০১৯
এনইউ/আরবি/