ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৯
কুড়িগ্রামে ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক

কুড়িগ্রাম: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ১ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। 

সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে উপজেলার বামনেরচর গ্রাম থেকে এ ব্যক্তিদের আটক করা হয়। পরে আজ মঙ্গলবার (০১ অক্টোবর) দুপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে তাদের কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়।

 

আটক ব্যক্তিরা হলেন- বামনেরচর গ্রামের শফিকুল ইসলাম (৩০), মো. লিটন (২৮), ফরিদপুরের সদরপুর উপজেরার ঢেউখালী গ্রামের নজরুল ইসলাম মিজান (৩৬), শেখ সোহেল (৩০) ও রাজারচর গ্রামের জালাল শেখ (৩৪)।  

এ ব্যাপারে রৌমারী থানার পরিদর্শক (ওসি, তদন্ত) মোন্তাছির বিল্লাহ বাংলানিউজকে জানান, সোমবার রাতে রৌমারী থানা পুলিশের ১২ সদস্যের একটি দল বামনের চর গ্রামে অভিযান চালিয়ে এক হাজার ১৫ পিস ইয়াবাসহ ৫ ব্যক্তিকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে নগদ ১৮ হাজার তিনশ’ টাকা ও  সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৯
এফইএস/এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।