মঙ্গলবার (০১ অক্টোবর) দুপুরে দিবসটি উপলক্ষে একটি শোভাযাত্রা বের করে বাংলাদেশ সিনিয়র সিটিজেন্স অ্যাসোসিয়েশন (বাচকা) ময়মনসিংহ জেলা শাখা।
শোভাযাত্রাটি শহরের ছোট বাজার এলাকার মুক্তিযুদ্ধ সরণি থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গাঙ্গিনার পাড়স্থ শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্বরে গিয়ে শেষ হয়।
পরে সেখানে এক মানববন্ধন ও আলোচনা সভা আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধা বিমল পাল, সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এএসএম এনামুল হক মামুন, জেলা সভাপতি আলী ইউসুফ, সদস্য শুভ্র চক্রবর্তী, জুলহাস শিকদার রাজু প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৯
এমএএএম/এসএ