সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে তাকে প্রত্যাহার করে পাবনা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, চাটমোহর পৌর সদরের দোলং মহল্লার সিঙ্গাপুর প্রবাসী নাসির উদ্দিনের স্ত্রী ১ সন্তানের জননী মনোয়ারা খাতুনের (৪০) সঙ্গে চাটমোহর থানার কনস্টেবল মো. ফিরোজ আলীর দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক চলে আসছিল।
এ ব্যপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসীর উদ্দিন জানান, কোনো ব্যক্তির দায় পুলিশবাহিনী নেবে না। ওই ঘটনায় কনস্টেবল ফিরোজকে প্রত্যাহার করা হয়েছে। তার বিরুদ্ধে পুলিশ এ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া ওই নারীর পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে সে ব্যাপারেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৯
আরএ