ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

খুলনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৯
খুলনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, ফাইল ফটো

খুলনা: দুইদিনের সফরে খুলনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

মঙ্গলবার (০১ অক্টোবর) বিকেল ৫টা ১০ মিনিটে মহানগরীর খালিশপুরের নৌঘাঁটি বানৌজা তিতুমীরের ভিভিআইপি হেলিপ্যাডে অবতরণের পর নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তারা রাষ্ট্রপতিকে ফুল দিয়ে উষ্ণ অভিনন্দন জানান। পরে তাকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়।

রাষ্ট্রপতির সঙ্গে নৌবাহিনী প্রধান আবু মোজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরীও খুলনা সফর করছেন।

সন্ধ্যা সাড়ে ৭টায় বানৌজা তিতুমীরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে রাষ্ট্রপতির যোগদানের কথা রয়েছে। বানৌজা তিতুমীরের রেস্ট হাউসে রাত্রিযাপন করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বুধবার (০২ অক্টোবর) সকাল ১০ টায় খুলনার নৌঘাঁটি বানৌজা তিতুমীরকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা) দেওয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন রাষ্ট্রপতি।

নৌঘাঁটি বানৌজা তিতুমীরকে তার সার্বিক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে ন্যাশনাল স্ট্যান্ডার্ড দেওয়া হবে।

ওই অনুষ্ঠানে মন্ত্রী, সংসদ সদস্য, তিন বাহিনীর প্রধান, উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

বুধবার অনুষ্ঠান শেষে খুলনা ত্যাগ করবেন রাষ্ট্রপতি।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৯
এমআরএম/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।