মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। রোকেয়া পাশের দড়িখরবনা এলাকার আবদুর রাজ্জাকের স্ত্রী।
রাজশাহী মহানগরের শিরোইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান জানান, দুপুরে কাদিরগঞ্জ এলাকায় রাস্তা পার হচ্ছিলেন রোকেয়া। এসময় মোটরাসাইকেল ও অটোরিকশার সংঘর্ষ হয়। এতে মাঝখানে পড়ে ধাক্কা লেগে রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, বর্তমানে মরদেহ হাসপাতালে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় বোয়ালিয়া থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৯
এসএস/আরবি/