মঙ্গলবার (০১ অক্টোবর) দুপুরে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কটিয়াদী উপজেলার চারিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মেনু মিয়া উপজেলার চারিপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে।
কটিয়াদী হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির দিকে যাচ্ছিলেন মেনু মিয়া। পথে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কটিয়াদীর চারিপাড়া এলাকায় একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান তিনি।
বিষয়টি নিশ্চিত করে কটিয়াদী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক নাসির উদ্দিন মজুমদার বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯১৪ ঘন্টা, অক্টোবর ০১, ২০১৯
আরএ