মঙ্গলবার (০১ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী মাদক মামলায় দুই জনের কারাদণ্ড দেন। এসময় একজন আসামি উপস্থিতি ছিলেন।
অপরদিকে দুপুর ১২টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সি মো. মশিয়ার রহমান দুই আসামির উপস্থিতিতে জনাকীর্ণ আদালতে স্কুলছাত্রী ধর্ষণ মামলার রায় ঘোষণা করেন।
মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন-চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার শিবনগর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সাদিকুল ইসলাম ওরফে সাদিক (৩০) এবং পলাতক আসামি চন্দবাস গ্রামের মোহাম্মদ আলীর ছেলে হাবিবুর রহমান ওরফে হবি। একইসঙ্গে তাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- মিরপুর উপজেলার চিথলিয়া গ্রামের শহীদ উদ্দিনের ছেলে মাসুদ রানা (২৬) ও খলিল উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম ওরফে গোসাই (২৮)। তাদের এক লাখ টাকা জরিমানা করা হয়।
আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১৩ অক্টোবর দুপুরে কুষ্টিয়া শহরের চালের বর্ডার এলাকা থেকে ৩০০ বোতল ফেনসিডিলসহ আসামিদের আটক করে তাদের বিরুদ্ধে মামলা দায়েরসহ কুষ্টিয়া মডেল থানায় সৌপর্দ করেন গোয়েন্দা পুলিশ। একই বছর ২৮ ডিসেম্বর তদন্ত শেষে আদালতে চার্জশিট দেয় পুলিশ।
অন্যদিকে ২০১৩ সালের ৩০ সেপ্টেম্বর বেলা সাড়ে ৩টার দিকে মিরপুর উপজেলার ভাড়ল গ্রাম থেকে নানিবাড়ি চিথলিয়া গ্রামে যাওয়ার পথে আসামিরা ওই ছাত্রীকে তুলে নিয়ে যায় এবং উপজেলার কাটদহচর এলাকায় মাঠের মধ্যে একটি হ্যাচারির পাশে ধর্ষণ করে। এ ঘটনায় ওই ছাত্রীর নানি সামেলা খাতুন বাদী হয়ে মিরপুর থানায় ধর্ষণ মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৪ সালের ১ জানুয়ারি আদালতে চার্জশিট দেয় পুলিশ।
আদালতের রায়ের সত্যতা নিশ্চিত করেছেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী এবং নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের পিপি অ্যাড. মেহেদী হাসান।
বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৯
আরএ