মঙ্গলবার (০১ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে লাইনচ্যুত বগি উদ্ধারের পর এ রুটে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়।
এর আগে দুপুর পৌনে ২টার দিকে ভৈরব রেল স্টেশনের কাছে আউটার সিগন্যালে ট্রেনের একটি বগির লাইনচ্যুত হয়।
বিষয়টি নিশ্চিত করে ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহম্মদ বিশ্বাস বাংলানিউজকে জানান, ট্রেনের বগি উদ্ধারে রেলওয়ে কর্তৃপক্ষকের নির্দেশে আখাউড়া রেলওয়ে জংশন থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। সন্ধ্যা পৌনে ৭টার দিকে লাইনচ্যুত বগি উদ্ধার হওয়ার পর ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়।
এদিকে এ রুটে ট্রেন যোগাযোগ বন্ধ থাকায় বিভিন্ন স্টেশনে আটকা পড়েন রেলের যাত্রী। নির্ধারিত সময়ে যাত্রীরা গন্তব্যে পৌঁছাতে পারেননি। এতে করে চরম দুর্ভোগে পড়েন তারা।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৯
আরএ