ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

ধর্ষণের অভিযোগে গ্রাম পুলিশ গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩১ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৯
ধর্ষণের অভিযোগে গ্রাম পুলিশ গ্রেফতার

কুষ্টিয়া: কুষ্টিয়ার খোকসায় ভয়ভীতি দেখিয়ে বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে মুক্তার হোসেন নামে এক গ্রাম পুলিশকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) মধ্যরাতে খোকসা থানা পুলিশ তাকে গ্রেফতার করে।  

মুক্তার হোসেন উপজেলার এক নম্বর খোকসা ইউনিয়নের গ্রাম পুলিশের দায়িত্ব পালন করেন।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মেহেদী মাসুদ জানান, প্রায় এক বছর ধরে ওই বিধবাকে ধর্ষণ করে আসছিলেন মুক্তার হোসেন। এছাড়া মুক্তারের আপন ভাই মাহাবুল আলম টিক্কা বিধবার ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া মেয়েকে গত সপ্তাহ পর্যন্ত কয়েক দফায় ধর্ষণ করে।

তিনি আরও জানান, এ ঘটনায় গ্রাম পুলিশ মুক্তার হোসেন ও তার ভাই মাহাবুল আলম টিক্কার বিরুদ্ধে সোমবার থানায় মামলা হয়েছে। ইতোমধ্যে গ্রাম পুলিশ মুক্তার হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

অপর আসামিকে গ্রেফতারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।