ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে রাইস মিলকে ২৫ হাজার টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৭ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৯
কিশোরগঞ্জে রাইস মিলকে ২৫ হাজার টাকা জরিমানা

কিশোরগঞ্জ: ভেজালবিরোধী অভিযানে কিশোরগঞ্জে একটি রাইস মিলকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (০১ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার সতাল পাক্কার মাথায় অবস্থিত ভাই ভাই রাইস মিলে এ অভিযান পরিচালনা করে অধিদপ্তর কিশোরগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক ইব্রাহীম হোসেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল ও জনপ্রতিনিধিসহ জেলা পুলিশ সদস্যরা।

ইব্রাহীম হোসেন বাংলানিউজকে জানান, গোপন সংবাদ পেয়ে দুপুরে ওই রাইস মিলে অভিযান পরিচালনা করা হয়। এসময় রং মিশিয়ে মরিচের গুঁড়া প্রক্রিয়াকরণের অপরাধে ভাই ভাই রাইস মিলকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।  

জব্দকৃত ৭০ কেজি নষ্ট মরিচ স্পটে ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।  
 
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৯ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।