ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

সিলেটের নতুন সিভিল সার্জন ডা. প্রেমানন্দ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৯ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৯
সিলেটের নতুন সিভিল সার্জন ডা. প্রেমানন্দ ডা. হিমাংশু লাল রায়ের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করছেন ডা. হিমাংশু

সিলেট: সিলেটের নতুন সিভিল সার্জন হিসেবে দায়িত্ব নিয়েছেন ডা. প্রেমানন্দ মন্ডল।

মঙ্গলবার (১ অক্টোবর) তিনি ডা. হিমাংশু লাল রায়ের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন।
 
সাবেক সিভিল সার্জন ডা. হিমাংশু লাল রায় এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

তিনি আগামী বৃহস্পতিবার ওই প্রতিষ্ঠানে উপ-পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা যায়।
 
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, মাদারীপুর জেলার বাসিন্দা ডা. প্রেমানন্দ মন্ডল গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা থেকে সহকারী পরিচালক পদে পদোন্নতি পান। এ অবস্থায় তিনি সেখানে কর্মরত থাকার পর তাকে সিলেটের সিভিল সার্জন হিসেবে বদলি করে স্বাস্থ্য অধিদপ্তর।  
 
দায়িত্ব হস্তান্তরকালে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. মো. নুরে আলম শামীম, মেডিক্যাল অফিসার ডা. আমজাদ হোসেন, ডা. মো. মঈনুল আহসান, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সুজন বণিকসহ সিভিল সার্জন কার্যালয়ের অন্য সব কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ২২১৬ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৯
এনইউ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।