মঙ্গলবার (১ অক্টোবর) উপজেলা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ অনুদানের চেক বিতরণ দেন।
এতে সভাপতিত্ব করেন পূজা উদযাপন পরিষদের উপজেলা সভাপতি মাস্টার সুখরঞ্জন বেপারী।
এ চেক প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন- পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, জেলা পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খান, উপজেলা চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার, কৃষক লীগের কেন্দ্রীয় নেতা আতিয়ার রহমান চৌধুরী নান্নু প্রমুখ।
এছাড়া প্রতি মন্দিরে ত্রাণ ও দুর্যোগ ব্যপস্থাপনা মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতি মন্দিরের জন্য ৫শ’ কেজি করে চাল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আ. লতিফ, পিরোজপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও সরকারি সোহরাওয়ার্দী কলেজের ভিপি এসএম বায়েজিদ হোসেন, নাজিরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু, জেলা পরিষদের সদস্য মো. সুলতান মাহমুদ খান প্রমুখ।
পরে বিকেলে মন্ত্রী পিরোজপুর জেলা সার্কিট হাউজের হল রুমে জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে জেলার সদর উপজেলার বিভিন্ন মন্দিরে নিজস্ব অর্থায়নে, জেলা পরিষদ ও ত্রাণ দুর্যোগ ব্যাবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুদান দেন।
বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৯
আরএ