প্রতিবেশি দুই দেশের সর্বশেষ জাতীয় নির্বাচনের পরে এই প্রথম ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী। ভারতের রাষ্ট্রপতির পাশাপাশি ৫ অক্টোবর (শনিবার) দ্বিপাক্ষিক আলোচনায় বসবেন শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী।
শেখ হাসিনার এ সফরে বাংলাদেশ ও ভারতের মধ্যে কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে কী কী চুক্তি স্বাক্ষরিত হবে তা স্পষ্ট জানানো হয়নি। এছাড়া দুই দেশের সরকার ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনটি প্রকল্পও উদ্বোধন করবেন।
এ সফরে শেখ হাসিনা ৩-৪ অক্টোবর ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম আয়োজিত ‘ইন্ডিয়া ইকোনোমিক সামিটে’ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
বাংলাদেশ সময়: ০০২০ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৯
ইউবি