মঙ্গলবার (১অক্টোবর) দিনগত রাতে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা দেলোয়ার হোসেন বাংলানিউজকে জানান, বিনিময় সার্ভিসের যাত্রীবাহী একটি বাস ঢাকা থেকে টাঙ্গাইল হয়ে ধনবাড়ীর দিকে আসছিল। পথে ওই এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে উল্টে যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে আশঙ্কাজনক অবস্থায় ১৫ জনকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং বেশ কয়েজনকে ময়মনসিংহ ও টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়রা উদ্ধার করেছে প্রায় ২০/২৫ জনের মতো। তবে কারও পরিচয় জানা যায়নি।
বাংলাদেশ সময়: ০৩১৮ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৯
এসআরএস