ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

ছাত্রকে পিটানোর অভিযোগে মানামির ৪ স্টাফের নামে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৬ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৯
ছাত্রকে পিটানোর অভিযোগে মানামির ৪ স্টাফের নামে মামলা

ব‌রিশাল: ব‌রিশাল নগরের সাদ্দাম হোসেন নামে বিএম কলেজের এক ছাত্রকে মারপিটের অভিযোগে এমভি মানামি লঞ্চের সুপার ভাইজারসহ চার জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) ভোলা সদরের চরকালী এলাকার বাসিন্দা সাদ্দাম নিজেই বাদী হয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন।

আদালতের বিচারক মো. করিব উদ্দিন প্রামাণিক মামলাটি বরিশাল নদী বন্দরের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উপ-পরিচালকে তদন্ত শেষে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।

মামলায় অভিযুক্তরা হলেন- নগরীর ফকিরবাড়ি রোড এলাকার বাসিন্দা আমির আলী তালুকদারের ছেলে এমভি মানামি লঞ্চের স্টাফ ফাইজুল আলম, লঞ্চটির সুপার ভাইজার শাহ জাহান, খালাশি আক্তার হোসেন ও আনসার গার্ড কাওসার।

মামলা সূত্রে জানা যায়, বাদী সাদ্দাম বিএম কলেজ থেকে মাস্টার্স ফাইনাল পরীক্ষা দিয়েছেন। গত ২৫ সেপ্টেম্বর (বুধবার) তিনি ঢাকা যাওয়ার উদ্দেশে ভোলা থেকে বরিশাল আসেন। পরে এমভি মানামি লঞ্চে ঢাকা যাওয়ার উদ্দেশে সকাল ৯টার দিকে কেবিনের টিকিট কাটার জন্য কেরানি রুমে জিজ্ঞেস করলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। সেসময় এর প্রতিবাদ করায় অভিযুক্তরা তাকে এলোপাথারি মারপিট করে। এছাড়াও লোহার রড দিয়ে পিটিয়ে যখম করে সঙ্গে থাকা মোবাইল ও নগদ তিন হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।  

বাংলা‌দেশ সময়: ০৩৪০ ঘণ্টা, অ‌ক্টোবর ০২, ২০১৯
এমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।