শনিবার (০৫ অক্টোবর) দিবাগত রাতে ভোলা সদরের বাপ্তা শক্তি সংঘ দুর্গাপূজা মণ্ডপে পরিদর্শনে গিয়ে একটি সভায় তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের প্রবীণ এ নেতা বলেন, আমাদের ৩০ লাখ শহীদের মধ্যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান- সব ধর্মের মানুষ আছেন।
তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশে ধর্ম যার যার, উৎসব সবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল। এছাড়া আজ গ্রাম শহরে রূপান্তরিত হচ্ছে।
ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ দুলাল চন্দ্র ঘোষের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলার জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, ভোলা সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকীব, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, জেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র দে প্রমুখ।
বাংলাদেশ সময়: ০৭৩৯ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৯
টিএ