ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

হিলিতে নিখোঁজ কলেজছাত্রের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৯
হিলিতে নিখোঁজ কলেজছাত্রের মরদেহ উদ্ধার

দিনাজপুর: দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্তের জিরোপয়েন্টে নদীতে গোসল করতে নেমে নিখোঁজের এক দিন পর মারুফ আহমেদ মুন্না (১৮) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) দিনগত রাতে উপজেলার উত্তর গোপালপুর সংলগ্ন ঘাট থেকে মরদেহ উদ্ধার করা হয়। মুন্না হাকিমপুর উপজেলার নন্দীপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে।

তিনি রংপুর আইডিয়াল ইনস্টিটিউট অব টেকনোলজির ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের ছাত্র।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, পূজার ছুটিতে বন্ধুদের সঙ্গে বাড়িতে বেড়াতে এসেছিলেন মুন্না। শুক্রবার (৪ অক্টোবর) সকালে গ্রামের মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলা শেষে ভারত সীমান্তের যমুনা নদীতে গোসল করতে নেমে স্রোতের টানে তলিয়ে যান মুন্না। পরে শনিবার রাতে স্থানীয়দের খবর পেয়ে মুন্নার মরদেহ উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৯
এফএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।