শনিবার (৫ অক্টোবর) দিনগত রাতে উপজেলার উত্তর গোপালপুর সংলগ্ন ঘাট থেকে মরদেহ উদ্ধার করা হয়। মুন্না হাকিমপুর উপজেলার নন্দীপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, পূজার ছুটিতে বন্ধুদের সঙ্গে বাড়িতে বেড়াতে এসেছিলেন মুন্না। শুক্রবার (৪ অক্টোবর) সকালে গ্রামের মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলা শেষে ভারত সীমান্তের যমুনা নদীতে গোসল করতে নেমে স্রোতের টানে তলিয়ে যান মুন্না। পরে শনিবার রাতে স্থানীয়দের খবর পেয়ে মুন্নার মরদেহ উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৯
এফএম/আরআইএস/