ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

মুকসুদপুরে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৯
মুকসুদপুরে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুরে পানিতে ডুবে আপন ৩ বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। 

রোববার (৬ অক্টোবর) সকালে উপজেলার দিগনগর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।  

নিহত শিশুরা হলো- ওই গ্রামের মিরাজ শেখের দুই মেয়ে মেহেরজান (৫) ও মারিয়া (৩) এবং একই ইউনিয়নের তপাকান্দি গ্রামের নূর আলমের মেয়ে ঝর্ণা (৩)।

এরা মামাতো-ফুফাতো বোন।

স্থানীয়রা জানান, নূর আলমের মেয়ে ঝর্ণা তার মামা মিরাজ শেখের বাড়িতে বেড়াতে আসে। রোববার সকালে তিন বোন বাড়ির উঠানে খেলার সময় সবার অজান্তে পাশের পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করলে পুকুর থেকে তাদের ভাসমান নিথর দেহ উদ্ধার করে জেলার রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তিন জনকেই মৃত ঘোষণা করেন।

কমপ্লেক্সটির আবাসিক মেডিক্যাল অফিসার ডা. প্রদীপ বিশ্বাস বাংলানিউজকে বলেন, তিন ওই তিন শিশুটিকে তাদের স্বজনরা হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে।  

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।