রোববার (৬ অক্টোবর) দুপুরে রাজধানীর কাকরাইল মোড়ের ভূইয়া ম্যানশনে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের কার্যালয়ে ঢোকার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন র্যাবের মিডিয়া উইংয়ের মুখপাত্র সারওয়ার-বিন-কাশেম। এ কার্যালয়েই নিয়মিত নেতাকর্মীদের নিয়ে বসতেন সম্রাট।
এর আগে ভোরে কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জুশ্রীপুর থেকে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট ও সহসভাপতি আরমানকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
তার আটকের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীশূন্য হয়ে পড়ে যুবলীগের কার্যালয়।
দুপুরে সেখানে গিয়ে দেখা যায়, যুবলীগ কার্যালয়ের প্রধান ফটকের কলাপসিবল গেটে তালা দিয়ে ভিতরে দু’জন সিকিউরিটি গার্ড ও দু’জন পুরুষ বসে আছেন। অফিস খোলা না বন্ধ জানতে চাইলে প্রথমে বলেন, খোলা। ভিতরে যেতে চাইলে বলেন, ভিতরে কোনো লোকজন নেই।
এর কিছুক্ষণ পরেই র্যাব সদস্যরা কার্যালয় ঘিরে অবস্থান নেন।
বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৯
এজেডএস/এএ