রোববার (৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার বুড়িরহাট স্পারের কাছে এই নৌকা ডুবির ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুড়িরহাট স্পারের কাছে খেয়া ঘাট থেকে ৩০ জন যাত্রী নিয়ে একটি নৌকা তিস্তা নদী পাড়ি দেওয়ার সময় ডুবে যায়।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মজর্তা (ওসি) কৃষ্ণ চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, নৌকাডুবির ঘটনায় অধিকাংশ যাত্রী সাতরিয়ে তীরে উঠতে পাড়লেও ৭/৮ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৯
এফইএস/এএটি