রোববার (৬ অক্টোবর) দুপুর দেড়টার দিকে বজ্রপাতে প্রাণহানির এ ঘটনা ঘাটে।
নিহতরা হলেন- অহিদা বেগম (৬৫), তার মেয়ে রেহানা বেগম (৩৫), নাতি সাব্বির (১৪) ও নাতনি সামিয়া (১০)।
অহিদার বাড়ির কুমিল্লার চান্দিনা উপজেলায় এবং মেয়ে রেহানার স্বামীর বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার আন্দিরপাড় এলাকায়।
নিহত অহিদার আরেক মেয়ে শাহিদা বেগম বাংলানিউজকে বলেন, আমার মা ও বোনসহ চারজন দুপুরে বড়স্টেশন মোলহেডে ঘুরতে আসেন। পরে হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাতে তারা সবাই গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক চার জনকেই মৃত ঘোষণা করেন।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, বজ্রপাতে একই পরিবারের নিহত চার জনের মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মাজেদুর রহমান খান ঘটনাস্থল পরিদর্শন করে বাংলানিউজকে বলেন, নিহতদের পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে ৩০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে। ময়নাতদন্ত ছাড়াই মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৯
এসআরএস/জেডএস