ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

সম্রাটের কার্যালয়ে উৎসুক জনতার ভিড়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৯
সম্রাটের কার্যালয়ে উৎসুক জনতার ভিড় কার্যালয়ের সামনে উৎসুক জনতা/ছবি- শাকিল আহমেদ

ঢাকা: ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে নিয়ে তালা ভেঙে তার কার্যালয়ে অভিযান শুরু করেছে র‌্যাব। 

রোববার (০৬ অক্টোবর) দুপুরে অভিযান শুরুর খবর পেয়েই সম্রাটের কার্যালয়ের আশপাশের এলাকাজুড়ে ভিড় করতে শুরু করেন হাজারো উৎসুক জনতা।  

অভিযানকে কেন্দ্র করে জনতার ভিড় বাড়ায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সামনে থেকে কাকরাইল মোড় ও শান্তিনগর থেকে কাকরাইলে প্রবেশের সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এসব সড়কে সর্বসাধারণের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।      

রোববার (০৬ অক্টোবর) ভোরে কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জুশ্রীপুর থেকে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট ও সহসভাপতি আরমানকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

তার আটকের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীশূন্য হয়ে পড়ে যুবলীগের কার্যালয়। পরে দুপুরে র‌্যাবের একটি গাড়ি আসার পর থেকেই শুরু হয় উৎসুক জনতার ভিড়।   
    
সম্রাটের কার্যালয়ের সামনে ও আশপাশের এলাকায় জনতার আগমন ঠেকাতে র‌্যাব ও পুলিশের টহল জোরদার করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৯
এসই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।