রোববার (৬ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে
আহত দুই নারী হলেন- জনপ্রতি ত্রিপুরা (৪০) ও পুষ্প ত্রিপুরা (৩০)। তারা উপজেলার লোগাং ইউনিয়নের বীরজয় কার্বারিপাড়ার বাসিন্দা।
জানা যায়, দুপুরে পানছড়ি বাজার থেকে লোগাংগামী একটি মাহেন্দ্রা ইসলামপুর এলাকায় এলে ওভারটেক করতে গিয়ে ব্যাটারিচালিত একটি ইজিবাইককে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে রাস্তায় ছিটকে পড়ে ওই দুই নারী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. সুমেন চাকমা বাংলানিউজকে জানান, পুষ্প ত্রিপুরাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হলেও জনপতি ত্রিপুরাকে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৯
এডি/আরবি/