ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ভক্তি-বন্দনায় রাজশাহীতে কুমারীপূজা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৯
ভক্তি-বন্দনায় রাজশাহীতে কুমারীপূজা

রাজশাহী: শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীতে রোববার (৬ অক্টোবর) দুর্গাপূজার সবচেয়ে আকর্ষণীয় কুমারীপূজা অনুষ্ঠিত হয়েছে। একইদিন সন্ধিপূজার মধ্য দিয়ে দিনটি পালন করছেন সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা। দেবী শক্তির বন্দনা ও অসুর বধে অশুভ শক্তি খণ্ডনের প্রত্যয়ে শারদীয় দুর্গোৎসবের এ মহাঅষ্টমী পালিত হচ্ছে রাজশাহীতে।

মহাষ্টমীতে ঢাক-ঢোল বাজছে বিরামহীনভাবে। থেমে থেমে বেজে ওঠছে কাঁসর আর ঘণ্টার শব্দ।

রয়েছে মা-মাসিদের ভক্তিধরা উলুধ্বনি। এরইমধ্যে দুপর ১২টার দিকে মণ্ডপে অধিষ্ঠিত হয় ‘কুমারী মা’। তবে সকাল থেকেই রাজশাহী মহানগরের পূজামণ্ডপগুলোয় অঞ্জলি দেওয়ার ভিড় লেগেছে ভক্তদের। রোববার ভক্তরা উপবাস থেকে মন্দিরে ও মণ্ডপে মণ্ডপে পূজা দেন। সবস্থানেই অভিন্ন চিত্র দেখা যায়।

মহানগরের সাগরপাড়া এলাকার ত্রিনয়নী পূজামণ্ডপে দুপুরে কুমারীপূজা অনুষ্ঠিত হয়। চতুর্থ শ্রেণির ছাত্রী ঐন্দ্রিলা সরকারকে (১১) কুমারী সাজিয়ে পূজা করেন ভক্তরা। ১৬ বছর ধরে এ মণ্ডপে কুমারীপূজা অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া রাজশাহী মহানগরের ৪৩৭টি মণ্ডপে এবার শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।  

সনাতন ধর্মাবলম্বীদের প্রত্যাশা, দেবী মর্ত্যে এসেছেন সবার মঙ্গলের জন্য। তিনি জগৎ সংসারের প্রতিটি প্রাণীর মঙ্গল করবেন। এ উৎসবকে নিয়ে তাই হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে আনন্দ ও উদ্দীপনা বিরাজ করছে। অষ্টমীর পূজা শেষে মণ্ডপে মণ্ডপে চলছে পুষ্পাঞ্জলি, উদাত্ত কণ্ঠে স্তোত্রপাঠ। বেলা গড়ালেই সন্ধিপূজা অনুষ্ঠিত হবে। সোমবার (৭ অক্টোবর) মহানবমী। মঙ্গলবার (৮ অক্টোবর) দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসব।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৯
এসএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।