মহাষ্টমীতে ঢাক-ঢোল বাজছে বিরামহীনভাবে। থেমে থেমে বেজে ওঠছে কাঁসর আর ঘণ্টার শব্দ।
মহানগরের সাগরপাড়া এলাকার ত্রিনয়নী পূজামণ্ডপে দুপুরে কুমারীপূজা অনুষ্ঠিত হয়। চতুর্থ শ্রেণির ছাত্রী ঐন্দ্রিলা সরকারকে (১১) কুমারী সাজিয়ে পূজা করেন ভক্তরা। ১৬ বছর ধরে এ মণ্ডপে কুমারীপূজা অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া রাজশাহী মহানগরের ৪৩৭টি মণ্ডপে এবার শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
সনাতন ধর্মাবলম্বীদের প্রত্যাশা, দেবী মর্ত্যে এসেছেন সবার মঙ্গলের জন্য। তিনি জগৎ সংসারের প্রতিটি প্রাণীর মঙ্গল করবেন। এ উৎসবকে নিয়ে তাই হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে আনন্দ ও উদ্দীপনা বিরাজ করছে। অষ্টমীর পূজা শেষে মণ্ডপে মণ্ডপে চলছে পুষ্পাঞ্জলি, উদাত্ত কণ্ঠে স্তোত্রপাঠ। বেলা গড়ালেই সন্ধিপূজা অনুষ্ঠিত হবে। সোমবার (৭ অক্টোবর) মহানবমী। মঙ্গলবার (৮ অক্টোবর) দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসব।
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৯
এসএস/আরবি/