ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

বাউফলে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৯
বাউফলে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পটুয়াখালী: পটুয়াখালীর বাউফলে ডোবার পানিতে ডুবে সোনামনি (৪) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (৬ অক্টোবর) সকালে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরমিয়াজান গ্রামে এ ঘটনা ঘটে। সোনামনি একই গ্রামের সেলিম খানের মেয়ে।

স্থানীয়রা জানান, সকালে খেলা করা সময় সবার অজান্তের বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে ডুবে যায় সোনামনি। পরে তাকে দীর্ঘক্ষণ না দেখে খোঁজাখুঁজি শুরু করে স্বজনরা। এক পর্যায়ে ওই ডোবা থেকে তার ভাসমান নিথর দেহ উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।